Which Governor-General introduced the 'Subsidiary Alliance' system to bring Indian states under British control?
Solution
Correct Answer: Option A
- লর্ড ওয়েলেসলি ভারতে ব্রিটিশ শাসনের বিস্তার ঘটানোর জন্য ''অধীনতামূলক মিত্রতা নীতি'' বা 'Subsidiary Alliance' ব্যবস্থা প্রবর্তন করেন।
- এই পদ্ধতির মূল উদ্দেশ্য ছিল দেশীয় রাজ্যগুলোকে ব্রিটিশদের ওপর নির্ভরশীল করে তোলা এবং তাদের সার্বভৌমত্ব খর্ব করা।
- হায়দ্রাবাদের নিজাম ১৭৯৮ সালে সর্বপ্রথম এই নীতি গ্রহণ করেন।
- এই নীতি গ্রহণকারী রাজ্যগুলোকে নিজেদের রাজ্যে একদল ব্রিটিশ সৈন্য রাখতে হতো এবং তাদের ভরণপোষণের ব্যয়ভার বহন করতে হতো।
- পরবর্তীতে মহীশূর, তাঞ্জোর, অযোধ্যা এবং পেশোয়াদের মতো রাজ্যগুলোও এই নীতির অধীনে চলে আসে।