ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মান করেন -
A শায়েস্তা খান
B ইসলাম খান
C মীর জুমলা
D শাহজাদা আজম
Solution
Correct Answer: Option A
ছোট কাটরা হলো পুরাতন ঢাকার একটি মুঘল স্থাপত্য নিদর্শন।এটি বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার চকবাজারের হাকিম হাবিবুর রহমান লেনে অবস্থিত। মুঘল সুবাদার শায়েস্তা খান ১৬৬৪ সালের দিকে এটি নির্মাণ করেন। এটির পাশেই শাহ সুজা নির্মিত বড় কাটরা (১৬৪৪ খ্রি.) অবস্থিত।