বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রাপ্ত পদকসমূহঃ
- 'জগত্তারিণী স্বর্ণপদক -১৯৪৫' (কলকাতা বিশ্ববিদ্যালয়) ,
- 'পদ্মভূষণ -১৯৬০' (ভারত সরকার),
- 'ডি -লিট ১৯৬৯' (রবীন্দ্রভারতী),
- 'ডি -লিট ১৯৭৪' (ঢাকা বিশ্ববিদ্যালয়)।
৯ আগস্ট,২০২১ সালে প্রবর্তিত প্রতি বছর ১৫ ডিসেম্বর বেসামরিক সম্মাননা পদক মুক্তিযুদ্ধ পদক পুরষ্কার প্রদান করা হয় ।