BSEC has decided to form 'Subarna Jayanti Fund' under the patronage of -
A CMSF
B EBL
C BSB
D BIDA
Solution
Correct Answer: Option A
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ১০ বছর মেয়াদি ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সুবর্ণজয়ন্তী ফান্ড নামে একটি মিউচুয়াল ফান্ড গঠনের অনুমোদন দিয়েছে পুজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ।Capital Market Stabilization Fund এর পৃষ্ঠপোষকতায় ICB অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় এ ফান্ড গঠনের অনুমোদন দেয়া হয় ।এ ফান্ডটিতে CMSF উদ্যোক্তা হিসেবে প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে।