Solution
Correct Answer: Option B
তৎসম ব্যঞ্জনসন্ধি নিয়মানুসারে ,আগে ম্ এবং তারপর ,ক্/ খ্/গ্/ঘ্ এর যে কোনটি থাকলে ম্ স্থানে অনুস্বার বা ঙ হয় ।কিন্তু ম এর পর ,চ্ থেকে ম্ পর্যন্ত যে কোন ধ্বনি থাকলে পূর্বপদের ম্ স্থানে ঐ বর্গের পঞ্চম ধ্বনি হয় ।যেমন - মৃত্যুম্ + জয় (ম+জ) = মৃত্যুঞ্জয় ।