'ভুশণ্ডির কাক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?
Solution
Correct Answer: Option B
ভুষণ্ডি হলেন পুরাণবর্ণিত ত্রিকালদর্শী (অতীত ,বর্তমান ও ভবিষ্যৎ যার নখদর্পণে ) বা সর্বজ্ঞ কাকবিশেষ ।আমাদের সমাজে বহুদর্শী প্রবীণ ব্যক্তিকে বুঝাতে ভুষণ্ডি শব্দটি ব্যবহৃত হয়ে থাকে ।
তুলসী দাসের 'রামচরিতমানস' গ্রন্থের শেষ অধ্যায়ের (উত্তরকাণ্ড ) আলোচনা অনুযায়ী ,ভূষণ্ডি একজন সর্বদশী ঋষি । ভক্তিযোগ সম্পর্কে তিনি জ্ঞান বিতরণ করতেন।