১২০ টি পঁচিশ পয়সার মুদ্রা ও দশ পয়সার মুদ্রা একত্রে ২৭ টাকা হলে, পঁচিশ পয়সার মুদ্রার ও দশ পয়সার মুদ্রার সংখ্যা কত? 

A     ১০০টি ও ২০ টি

B    ৯০ টি ও ৩০টি

C    ৮০টি ও ৪০টি

D    ৭০টি ও ৫০টি  

Solution

Correct Answer: Option A

 

(১২০ - ক) * ২৫ + ক * ১০ = ২৭০০

বা, ৩০০০ - ২৫ক + ১০ক = ২৭০০

বা, ২৫ক - ১০ক = ৩০০০ - ২৭০০

বা, ১৫ক = ৩০০

বা, ক = ৩০০/১৫

        = ২০

সুতরাং, দশ পয়সার মূদ্রা = ২০ টি

এবং, ২৫ পয়সার মূদ্রা = (১২০ - ২০) টি

                       = ১০০ টি

 

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions