From which country ,does Bangladesh import the most?
Solution
Correct Answer: Option B
বাংলাদেশের আমদানির প্রধান উৎস দেশ চীন ।বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুযায়ী ,২০২০-২১ অর্থবছরে (জুলাই-জানুয়ারি) বাংলাদেশ চীন থেকে ১০৩৮৩ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে ,যা মোট আমদানি ব্যয়ের ২৫.৯১ শতাংশ ।আর দ্বিতীয় অবস্থানে থাকা ভারত থেকে ৬৪২৪ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে ,যা মোট আমদানি ব্যয়ের ১৬.০৩ শতাংশ ।