Solution
Correct Answer: Option B
-Modem শব্দটি হয়েছে Modulator ও Demodulator এর সমন্বয়ে ।
-মডেম কম্পিউটারের ভাষাকে (ডিজিটাল ) টেলিফোনের ভাষাতে (এনালগ) এবং টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রুপান্তরিত করে।
-মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয় ।
-মডেম (মড্যুলেটর-ডিম্যুলেটর) হল একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে। এর উদ্দেশ্য হল সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া। ট্রান্সমিশন বা প্রেরণের অর্থে যেকোন কাজে মডেম ব্যবহার করা যায় রেডিও থেকে ডায়োড পর্যন্ত।