পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭:৩ । চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩:৫।বতমানে পুত্রের বয়স কত ?

A    ২৪ বছর

B    ১৬ বছর

C    ১২ বছর

D    ৮ বছর

Solution

Correct Answer: Option A

 

পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭:৩ ।

পিতার বয়স ৭ক

পুত্রের বয়স ৩ক 

চার বছর পূর্বে তাদের বয়স ছিল ৭ক-৪ এবং ৩ক-৪

অনুপাত ছিল ১৩:৫।

অর্থাৎ,

 (৭ক-৪)/(৩ক-৪) = ১৩/৫

=> ৩৯ক -৫২ = ৩৫ক -২০ 

=> ৪ক = ৩২

=> ক =৮

পুত্রের বয়স = ৩ক = ২৪

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions