রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন?
A ১৯১৮
B ১৯২৬
C ১৯৩২
D ১৯৩৬
Solution
Correct Answer: Option B
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৬ সালের ফেব্রুয়ারি মাসে জগ্ননাথ হলের তৎকালীন প্রভোস্ট এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ড. রমেশচন্দ্র মজুমদারের উদ্যোগে ঢাকায় আসেন এবং ১০ ফেব্রুয়ারি একটি বক্তব্য রাখেন । ১৩ ফেব্রুয়ারি কার্জন হলে The Rule of the Giant শিরোনামে দ্বিতীয় বক্তৃতা প্রদান করেন । রবীন্দ্রনাথ জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে 'বাসন্তিকা' নামে একটি গীতিকবিতা রচনা করেন।