'মহুয়া' কে রচনা করেছেন?

A মনসুর বয়াতি

B দ্বিজ কানাই

C দীনেশচন্দ্র সেন

D দক্ষিণারঞ্জন মিত্র

Solution

Correct Answer: Option B

মধ্যযুগের কবি দ্বিজ কানাই প্রণীত দৃশ্যকাব্য 'মহুয়া' পালা ময়মনসিংহ গীতিকার অন্যতম সম্পদ । এ পালাগানটিতে মোট ৭৮৯ ছত্র আছে , যেগুলোকে দীনেশচন্দ্র সেন ২৪ টি অধ্যায়ে বিভক্ত করেন।চরিত্র ঃনদের চাঁদ ,মহুয়া,হোমরা বেদে ।


মৈমনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত গীতিকার নাম—
- মহুয়া : দ্বিজ কানাই
- কমলা : দ্বিজ ইশান 
- রূপবতী : অজ্ঞাত 
- দেওয়ানা মদিনা : মনসুর বয়াতি 
- বিদ্যাসুন্দর : কবিকঙ্ক
- কাজলরেখা : অজ্ঞাত
- চন্দ্রাবতী ও জয়চন্দ্র নয়ানচাঁদ : ঘোষ
- মলুয়া : চন্দ্রাবতী 
- দেওয়ান ভাবনা : অজ্ঞাত

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions