Correct Answer: Option D
'সোয়াচ অব নো গ্রাউন্ড' (Swatch of no ground ) এর মানে- বঙ্গোপসাগরের একটি খাদের নাম।
অনেক আগে ব্রিটিশরা সোয়াচ অভ নো গ্রাউন্ড নামটি দেয়। এর কারণ হলো সোয়াচ অভ নো গ্রাউন্ড যেখানে শুরু, সেখানে হঠাৎ করেই পানির গভীরতা বেড়ে গেছে। ব্রিটিশদের ধারণা ছিলো সমুদ্রের এই খাদের কোন তল নাই, এজন্য বলেছিলো সোয়াচ অভ নো গ্রাউন্ড।
আসলে বঙ্গোপসাগরের তলায় একটি গভীর উপত্যকা বা মেরিন ভ্যালি। একে আন্ডার ওয়াটার ক্যানিয়নও বলা হয়। সোয়াচ অভ নো গ্রাউন্ড এ প্রচুর মাছ পাওয়া যায়। জেলেরা ফিশিংবোট আর মাছধরার ট্রলার করে সোয়াচ অব নো গ্রাউন্ড এ মাছ ধরতে যান।
বঙ্গোপসাগর বিশ্বের বৃহত্তম উপসাগর ।
- এটি ভারত মহাসাগরের উত্তরে প্রায় ৫⁰ হতে ২২⁰ দক্ষিণ অক্ষাংশ এবং পশ্চিমে প্রায় ৮০⁰ হতে ৯৫⁰ পূর্ব দাঘ্রিমার মধ্যে অবস্থিত ।
- এর আয়তন প্রায় ২২ লক্ষ বর্গ কি মি ।
- বঙ্গোপসাগরের নিচের ভূমিরুপের কয়েকটি বৈশিষ্ট হলঃ
- Swatch of no Ground (গঙ্গাখাত ) নামে গভীর গিরিখাত ,
- Ninety East Ridge (৯০⁰ পূর্ব শৈলশিরা ),
- মায়ানমার ও চ্যাগোস পূর্ব উপকূলীয় সমুদ্র খাত এবং কতিপয় নিমজ্জিত চরাভূমি ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions