সমার্থক নয় এমন শব্দগুচ্ছ শনাক্তকরণ-

A অম্বর, ব্যোম, শূন্য

B বিভূ, বিশ্বপতি, নিশানাথ

C কেশব, গোপাল, জনার্দন

D মঙ্গল, কল্যাণ, শুভদ

Solution

Correct Answer: Option B

✔ অম্বর, ব্যোম, শূন্য শব্দের সমার্থক আকাশ।
✔ বিভূ, বিশ্বপতি শব্দের সমার্থক ঈশ্বর, আর নিশানাথ-এর সমার্থক চাঁদ।
✔ কেশব, গোপাল, জনার্দন শব্দ তিনটি বিষ্ণু শবের সমার্থক।
✔ মঙ্গল, কল্যাণ, শুভদ শব্দ তিনটি ভালো শব্দের সমার্থক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions