Which one is the highest national award in Bangladesh?
Solution
Correct Answer: Option A
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য 'বীরশ্রেষ্ঠ' (Bir Shreshtho) সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক খেতাব।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সাতজনকে এই সর্বোচ্চ খেতাব প্রদান করা হয়।
- বীরত্বের খেতাবগুলোর মধ্যে ক্রম অনুযায়ী 'বীরশ্রেষ্ঠ' প্রথম, 'বীরউত্তম' দ্বিতীয়, 'বীরবিক্রম' তৃতীয় এবং 'বীরপ্রতীক' চতুর্থ স্থানে রয়েছে।
- এই পদকগুলো ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়।