Solution
Correct Answer: Option D
♦ 'ঢাকের কাঠি ' ও খয়ের 'খা' বাগধারার অর্থ -চাটুকার বা তোষামুদে ।
♦ 'অকাল কুষ্মাণ্ড 'ও 'আমড়া কাঠের ঢেঁকি ' বাগধারার অর্থ -অপদার্থ বা অকেজো ।
♦ 'আটকপালে ' ও 'ইঁদুর কপালে' বাগধারার অর্থ -নিতান্ত মন্দ ভাগ্য ।
♦ অপরদিকে ,'গোঁফ খেজুরে ' বাগধারার অর্থ -নিতান্ত অলস এবং 'কাছাঢিলা ' বাগধারার অর্থ -অসাবধান ।