What is the correct HTML tag for columns in a table?

A '<tr> </tr>'

B ' <th>---</th>'

C ' <td>---</td>'

D ' <tc>-----</tc> '

Solution

Correct Answer: Option C

-Hyper Text Mark-up Language কে Tag এর ভাষাও বলা হয় ,কারণ বিভিন্ন ট্যাগের সমন্বয়ে document তৈরি হয় ।
-প্রতিটি tag তার নিজস্ব নাম অনুসরণ করে কৌণিক (<>) ব্রাকেটে শুরু বা open করতে হয়  এবং একে শুরু ট্যাগ বা opening tag বলা হয় ।open হওয়া tag কৌণিক ব্রাকেট অনুসরণ করে tag এর নামে শেষ বা বন্ধ করতে হয় এবং একে শেষ ট্যাগ বলা হয় ।
-<td>........</td> ট্যাগের ভিতরের লেখাকে টেবিলের Row এর ভিতরের কলাম হিসেবে বিবেচনা করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions