In which country did the Mau uprising (1952-60) occur?
Solution
Correct Answer: Option B
- মাউ মাউ বিদ্রোহ (Mau Mau Uprising) ১৯৫২ থেকে ১৯৬০ সালের মধ্যে কেনিয়াতে সংঘটিত হয়।
- এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কেনিয়ার স্থানীয় জনগণের একটি সশস্ত্র বিদ্রোহ।
- বিদ্রোহটি মূলত কেনিয়ার কিকুয়ু (Kikuyu), এম্বু (Embu), এবং মেরু (Meru) জনগোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত হয়।
- বিদ্রোহের প্রধান কারণ ছিল জমি দখল, অর্থনৈতিক বৈষম্য, এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হওয়া।