মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

A শ্রীকৃষ্ণকীর্তন

B বৈষ্ণব পদাবলী

C লাইলি মজনু

D পদ্মাবতী

Solution

Correct Answer: Option A

- খাঁটি বাংলা ভাষায় রচিত বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন 'শ্রীকৃষ্ণকীর্তন', যা কবি বড়ু চণ্ডীদাস ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে, জয়দেবের গীতগোবিন্দ কাব্যের প্রভাব স্বীকার করে, লোকসমাজে প্রচলিত রাধা-কৃষ্ণের প্রেম সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে ৪১৮টি পদ, ১৬১টি শ্লোক ও ১৩টি খণ্ডের মাধ্যমে রচনা করেন।
- ১৯০৯ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ এটি উদ্ধার করেন।
- পরে তিনি ১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে এটি প্রকাশ করেন।

অন্যদিকে, 
- মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলি, যা রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত।
- 'লায়লী-মজনু' রোমান্টিক প্রণয়োপাখ্যান, যা মধ্যযুগে দৌলত উজির বাহরাম খান রচনা করেন।
- মধ্যযুগে মহাকবি আলাওল রচনা করেন 'পদ্মাবতী' কাব্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions