কোনটি রবি ঠাকুরের কাব্যগ্রন্থ?
A বউ ঠাকুরাণীর হাট
B নৈবেদ্য
C ডাকঘর
D চতুরঙ্গ
Solution
Correct Answer: Option B
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ 'নৈবেদ্য' (১৯০১)।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস 'বৌ ঠাকুরানীর হাট' (১৮৮৩) ও 'চতুরঙ্গ' (১৯১৬)।
- তাঁর রচিত রূপক ও সাংকেতিক নাটক 'ডাকঘর' (১৯১১)।