'মোদাচ্ছের পীর' চরিত্রটিকে কোন গ্রন্থে পাওয়া যায়?
Solution
Correct Answer: Option D
সাহিত্য - চরিত্র:
• লালসালু - মজিদ, জমিলা, আমেনা, রহিমা, আক্কাস, খালেক ব্যাপারী, দুদু মিঞা, মোদাচ্ছের পীর।
• বহিপীর - বহিপীর, তাহেরা, হাতেম, হাসেম।
• তরঙ্গভঙ্গ - আমেনা, মতলুব আলী।
• নীলদর্পণ - গোলক বসু, নবীন মাধব, তোরাপ, রাইচরণ, সাবিত্রী, বিন্দু মাধব।