Solution
Correct Answer: Option C
- নরওয়োজিয়ান নাট্যকার Henric Ibsen এর লেখা 'A Doll's House' নাটকটি ১৮৭৯ সালে প্রকাশিত।
- এ নাটকে কেন্দ্রীয় চরিত্র নোরার মাধ্যমে সমকালীন সমাজের নিষেধের দেয়াল ভেঙ্গে একজন নারীর ব্যাক্তি স্বাধীনতাকে উপস্থাপন করা হয়েছে।
- পুরুষ শাসিত ইউরোপীয় সমাজে পরাধীনতার শিকল ভেঙ্গে নারীর মুক্তি অর্জন এই নাটকের উপজীব্য বিষয়।