আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ কী?

A ১০ ইঞ্চি × ৬ ইঞ্চি

B ৮ ইঞ্চি × ৬ ইঞ্চি

C ১২ ইঞ্চি × ৮ ইঞ্চি

D ১৪ ইঞ্চি × ১০ ইঞ্চি

Solution

Correct Answer: Option A

- আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ হলো ১০ বাই ৬ ইঞ্চি (২৫০ বাই ১৫০ মিলিমিটার)।

মোটর গাড়িতে ব্যবহারের জন্য পতাকার মাপ:
- বড় গাড়ির জন্য: ১৫ বাই ৯ ইঞ্চি
- ছোট গাড়ির জন্য: ১০ বাই ৬ ইঞ্চি

অন্যদিকে,
ভবনে ব্যবহারের জন্য পতাকার মাপ হলো:
- ১০ বাই ৬ ফুট
- ৫ বাই ৩ ফুট
- ২.৫ বাই ১.৫ ফুট।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions