১ (এক) নটিক্যাল মাইলে কত কিলোমিটার?
A ১.৫৫২ কি.মি.
B ১.৭৫২ কি.মি.
C ১.৬৫২ কি.মি.
D ১.৮৫২ কি.মি.
Solution
Correct Answer: Option D
- নটিক্যাল মাইল নৌপথ ও আকাশ পথের দৈর্ঘ্য নির্ণয়ে ব্যবহৃত পরিমাপের একক।
- ১ নটিক্যাল মাইল সমান ১.৮৫২ কি.মি. (প্রায়)।
- এটি মাইলের চেয়ে সামান্য বেশি।
- ১ নটিক্যাল মাইল সমান ১.১৫ মাইল।