গর্ভাবস্থায় একজন নারী নিচের কোন ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হয়?

A হেপাটাইটিস-B

B হেপাটাইটিস- A

C হেপাটাইটিস- E

D হেপাটাইটিস- C

Solution

Correct Answer: Option A

- হেপাটাটটিস বি হলো হেপাটাইটিস বি ভাইরাস (এইচবিভি) দ্বারা সৃষ্ট একটি লিভার সংক্রমণ।
- এ ভাইরাসটি শরীরের বিভিন্ন তরল যেমন রক্ত, লালা, যোনী তরল ও বীর্যের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
- গর্ভাবস্থায় একজন নারী হেপাটাইটিস B ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions