Solution
Correct Answer: Option C
- রক্ত এক ধরনের তরল যোজক কলা।
- রক্ত সামান্য ক্ষারীয়, এর PH মাত্রা গড়ে ৭.৩-৭.৪।
- রক্তের কাজ হলো: ক্ষুদ্রান্ত্র হতে খাদ্যসার রক্তের মাধ্যমে বিভিন্ন কলায় পৌঁছনো, কলা হতে উৎপন্ন CO₂ রক্তরসের মাধ্যমে ফুসফুসে পৌঁছায়, অক্সিজেন বহন করে, অন্তঃক্ষরা গ্রন্থি হতে উৎপন্ন হরমোন রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পৌঁছায়।
- অন্যদিকে জারক রস মূলত আমিষ যা দেহের অভ্যন্তরে উৎপন্ন হয় এবং খাদ্য দ্রব্য থেকে পুষ্টি উপাদান শুষে নিতে সহায়তা করে।