ডেঙ্গু রোগে রক্তের কোন উপাদানটি দ্রুত কমে যায়?
Solution
Correct Answer: Option B
- ডেঙ্গু একটি মশাবাহিত রোগ যা ডেঙ্গু ভাইরাসের (আরএনএ) সংক্রমণের কারণে হয়।
- এডিস ইজিটাই মশার কামড়ে ভাইরাসটি শরীরে প্রবেশ করে।
- আর ডেঙ্গু রোগে রক্তের প্লাটিলেট (অনুচক্রিকা) রক্তকণিকা কমে যায়।
- অণুচক্রিকা আকারে ছোট, বর্তুলাকার ও বর্ণহীন।
- এরা গুচ্ছাকারে থাকে এবং অস্থিমজ্জার মধ্যে অণুচক্রিকা উৎপন্ন হয়।
- অণুচক্রিকার গড় আয়ু ৫-১০ দিন।
- পরিণত মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় আড়াই লাখ।
- অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্যে করে।