ইপিআই প্রোগ্রামে কয়টি রোগের জন্য টিকা দেওয়া হয়?
Solution
Correct Answer: Option B
- Expanded Program on Immunization (EPI) বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক পরিচালিত একটি চলমান টিকাদান কর্মসূচি।
- ৭ এপ্রিল, ১৯৭৯ সালে প্রথম চালু হয়।
- EPI কর্মসূচিতে বর্তমানে ১০টি রোগের ৭টি টিকা দেয়া হয়।