ত্বকের গঠনকারী প্রোটিন কোনটি?

A কোলাজেন

B কেসিন

C কেরোটিন

D প্রোলামিন

Solution

Correct Answer: Option A

- কোলাজেন এক ধরনের প্রোটিন যা ত্বক গঠনে সহায়তা করে।
- এটি মানবদেহের এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে।
- এছাড়া এটি হাড়, পেশি, টেন্ডনস ও লিগামেন্টস গঠনে সহায়তা করে।
- প্রাণীর হাড়, মাছ ও সেলফিশ মুরগির মাংস, গরুর মাংস, ডিমের সাদা অংশ, রসুন ও ডেইরি ও দুগ্ধজাত খাদ্য কোলাজেনের অন্যতম উৎস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions