শিশু মারাত্মক নিউমোনিয়া চিহ্ন নয় কোনটি?

A বুকের নিচের অংশ ভিতরে ডেবে যাওয়া

B শিশুর শান্ত অবস্থায় স্ট্রাইডর

C পানির স্বল্পতা

D দ্রুত শ্বাস

Solution

Correct Answer: Option C

- নিউমোনিয়া হলো ফুসফুসের সংক্রমণ।
- এটি সাধারণত শ্বাসতন্ত্রের প্রদাহের জন্য হয়ে থাকে।
- ইংরেজিতে এটিকে বলা হয় রেসপাইরেটরি ট্রাক্ট ইনফেকশন।
- বুকের নিচের অংশ ভিতরে ডেবে যাওয়া, শিশুর শান্ত অবস্থায় স্ট্রাইডর ও দ্রুত শ্বাস হলো শিশুর নিউমোনিয়া রোগের চিহ্ন।
- অন্যদিকে পানির স্বল্পতা হচ্ছে শিশুর ডায়রিয়া রোগের চিহ্ন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions