ডায়রিয়ার ক্ষেত্রে কোনটি চরম পানিশূন্যতা নয়?

A নেতিয়ে পড়ছে বা অজ্ঞান

B চোখ বসে গেছে

C অস্থির এবং খিটখিটে

D পান করতে পারে না

Solution

Correct Answer: Option C

- ডায়রিয়ার অন্যতম কারণ নানা ধরনের পানিবাহিত ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ।
- কিন্তু শিশুদের ডায়রিয়া সাধারণত রোটা ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে।
- তিনবার বা তার বেশি নরম বা পাতলা পায়খানা হলে তাকেই সাধারণত ডায়রিয়া বলে।
- ডায়রিয়ার ক্ষেত্রে চরম পানিশূন্যতা তার লক্ষণসমূহ হলো- অবসন্ন, নেতিয়ে পড়া, অজ্ঞান কিংবা ঘুম ঘুম ভাব থাকা, চোখ বেশি বসে যাওয়া, চোখে পানি না থাকা, পানি পান করতে কষ্ট হওয়া কিংবা একবারেই না পারা।
- অন্যদিকে, অস্থির ও খিটখিটে মুখ ও জিহ্বা শুকানো, বেশি তৃষ্ণার্ত পানিস্বল্পতার লক্ষণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions