নরমাল স্যালাইনে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ-
A ০.০৯%
B ০.৯%
C ০.০০৯%
D ১.০৯%
Solution
Correct Answer: Option B
- সোডিয়াম ক্লোরাইড একটি রাসায়নিক পদার্থ যা সাধারণ লবন ও টেনিস লবণ হিসেবেও পরিচিত।
- এর রাসায়নিক সংকেত Nacl।
- সোডিয়াম ক্লোরাইডের ০.৯% জলীয় দ্রবণ হলো নরমাল স্যালাইন।