Solution
Correct Answer: Option A
- অলফ্যাকটরি হলো মস্তিষ্কের একমাত্র করোটিক স্নায়ু বা সংবেদী।
- এটি ঘ্রাণের সংবেদনগুলোকে মস্তিষ্কে প্রেরণ করে।
- অলফ্যাক্টরি স্নায়ু মস্তিষ্কের নীচে, নাকের ভেতরের দিকের ঘ্রাণসংবেদী কোষ থেকে শুরু হয়।
- এই কোষগুলো সুগন্ধযুক্ত অণুগুলোর সাথে সংযুক্ত হয়।
- যখন সুগন্ধযুক্ত অণুগুলো ঘ্রাণসংবেদী কোষগুলোর সাথে সংযুক্ত হয় তখন সেগুলো স্নায়ু আবেগ তৈরি করে।
- এই স্নায়ু আগেবগুলো অলফ্যাক্টরি স্নায়ুর মধ্য দিয়ে মস্তিষ্কের অলফ্যাক্টরি কটেক্সে প্রেরণ করে।