নার্সিং সেবার অংশ নয় কোনটি?
A রোগীকে সম্মান করা
B রোগীর মতামতের গুরুত্ব দেওয়া
C রোগীর আর্থিক সহযোগিতা করা
D রোগীর প্রয়োজনে সাড়া দেওয়া
Solution
Correct Answer: Option C
- নার্সিং একটি সেবামূলক পেশা।
- অসুস্থ মানুষকে সেবা করাই এ পেশার প্রধান দায়িত্ব আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার কর্মে জানিয়ে দিয়েছেন নার্সিং একটি পেশা নয়, এটি মূলত সেবা।
- রোগীকে সম্মান করা, রোগীর মতামতের গুরুত্ব দেয়া, রোগীর প্রয়োজনে সাড়া দেয়া রোগীর চিকিৎসার সাথে সম্পৃক্ত নির্দেশনাসমূহ সঠিকভাবে পালন করা প্রভৃতি নাসিং সেবার অংশ।