Solution
Correct Answer: Option C
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প লেখা বাউন্ডেলের আত্মকাহিনী।
১৯১৯ সালের মে মাসে (জ্যৈষ্ঠ ১৩২৬) সওগাত পত্রিকায় প্রকাশিত হয়।
১৯২৪ খ্রিস্টাব্দের ডিসেম্বরে প্রকাশিত হয় নজরুলের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘রিক্তের বেদন’। এই গ্রন্থে মোট ৮টি গল্প আছে।
এই গ্রন্থের গল্পগুলোঃ রিক্তের বেদন, বাউন্ডেলের আত্মকাহিনী, মেহের নেগার, সাঁঝের তারা, রাক্ষুসী, সালেক, স্বামীহারা, দুরন্ত পথিক।