Solution
Correct Answer: Option C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৮৪ সালের নভেম্বরে 'কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনামে ব্রজবিলাস গ্রন্থ প্রকাশ করেন। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ-
-বর্ণপরিচয় (১ম ও ২য় ভাগ ; ১৮৫৫)
-ঋজুপাঠ (১ম, ২য় ও ৩য় ভাগ ; ১৮৫১-৫২)
-সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা (১৮৫১)
-ব্যাকরণ কৌমুদী (১৮৫৩) ইত্যাদি।