‘পর্বতের মুষিক প্রসব’ প্রবচনটির অর্থ কী?
A বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
B বহু প্রত্যাশিত অর্জন
C গুরতর বিষয় খুঁজে পাওয়া
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option A
‘পর্বতের মুষিক প্রসব’ প্রবচনটি আলংকারিক অর্থে ব্যবহৃত হয়েছে। যার অর্থ হলো বিরাট সম্ভাবনা সত্ত্বেও অতিসামান্য ফললাভ বা বিপুল উদ্যোগে তুচ্ছ আয়োজন।