G-15 is an economic grouping of

A First World Nations

B Second World Nations

C Third world Nations

D Fourth World Nations

Solution

Correct Answer: Option C

G-15 (Group of 15) হলো এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর একটি অর্থনৈতিক জোট।

স্নায়ুযুদ্ধের সময় বিশ্ব অর্থনীতি ও রাজনীতির ওপর ভিত্তি করে দেশগুলোকে তিনটি ভাগে ভাগ করা হতো।

  • প্রথম বিশ্ব (First World): উন্নত পুঁজিবাদী দেশসমূহ (যেমন- যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ)।

  • দ্বিতীয় বিশ্ব (Second World): সমাজতান্ত্রিক দেশসমূহ (যেমন- সাবেক সোভিয়েত ইউনিয়ন)।

  • তৃতীয় বিশ্ব (Third World): এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সেই সব দেশ যারা কোনো ব্লকের অন্তর্ভুক্ত ছিল না এবং অর্থনৈতিকভাবে উন্নয়নশীল বা অনুন্নত।

G-15 এর গঠন: ১৯৮৯ সালে বেলগ্রেডে 'জোটনিরপেক্ষ আন্দোলন' (NAM)-এর ৯ম শীর্ষ সম্মেলনে জি-১৫ গঠিত হয়।
- এর সদস্য দেশগুলো (যেমন- ভারত, ব্রাজিল, মিসর, মালয়েশিয়া ইত্যাদি) মূলত উন্নয়নশীল দেশ।

যেহেতু জি-১৫ এর সদস্য দেশগুলো উন্নত বিশ্বের (প্রথম বিশ্ব) অংশ নয় এবং সমাজতান্ত্রিক ব্লকেরও (দ্বিতীয় বিশ্ব) মূল অংশ নয়, বরং এরা উন্নয়নশীল দেশ, তাই এদেরকে Third World Nations বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। বর্তমানে এদেরকে 'Global South' বা উন্নয়নশীল দেশও বলা হয়ে থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions