Solution
Correct Answer: Option B
-রিসাইকেল বিন একটি ট্রান্সজিট মেমোরি লোকেশন। কোন ফাইল, ফোল্ডার, গ্রাফিক্স, ওয়েবপেজ ইত্যাদি Delete কমান্ড দিয়ে মুছে ফেললে তা Recycle Bin এ থেকে যায়। এখান থেকে প্রয়োজন অনুযায়ী কোন মুছে ফেলা ডেটা Restore করা যায়।
-কিন্তু Recycle Bin থেকে অপসারণ করা হলে ডেটাগুলো স্থায়ীভাবে মুছে যায়, তখন ফিরিয়ে আনা যায় না। এখানে মনে রাখবেন কোন ফাইল, ফোল্ডার, গ্রাফিক্স, ওয়েবপেজ ইত্যাদি Shift + Delete কমান্ড দিয়ে মুছে ফেললে তা রিসাইকেল বিনে জমা না হয়ে স্থায়ীভাবে মুছে যায়।