Solution
Correct Answer: Option C
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিশুতোষ গ্রন্থ 'বর্ণপরিচয়' (১ম ও ২য় ভাগ- ১৮৫৫)।
- এটি ক্ল্যাসিকের মর্যাদা লাভ করে।
- তাঁর রচিত শিশুতোষ অন্যান্য গ্রন্থ:চেম্বার্সের Rudiments of Knowledge অবলম্বনে রচিত 'বোধোদয়' (১৮৫১); ঈশপের Fables অবলম্বনে রচিত 'কথামালা' (১৮৫৬); 'ঋজুপাঠ' ১৮৫১); 'আখ্যানমঞ্জরী' (১৮৬৩); 'শব্দমঞ্জরী' (১৮৬৪); 'শ্লোকমঞ্জরী' (১৮৯০)।