কোনটি নজরুলের লেখা নয়?

A শিউলিমালা

B রিক্তের বেদন

C গীতাঞ্জলি

D মৃত্যুক্ষুধা

Solution

Correct Answer: Option C

- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন 'গীতাঞ্জলি' (১৯১০) কাব্য।
- এ কাব্যের গানগুলি ১৯০৮-১৯০৯ সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত।
- গান/কবিতাগুলির ইংরেজি অনুবাদ Song Offerings নামে নভেম্বর, ১৯১২ সালে ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হয়।
- Song Offerings এর ভূমিকা লিখেন ইংরেজ কবি W.B Yeats. 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের কিছু গানের ইংরেজি অনুবাদ করে দেন ব্রিটিশ লেখক ও অনুবাদক ব্রাদার জেমস ও জো উইন্টার।
- রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য নোবেল পান।

অন্যদিকে, 
- কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস 'মৃত্যুক্ষুধা' (১৯৩০); গল্পগ্রন্থ 'রিক্তের বেদন' (১৯২৫) ও 'শিউলিমালা' (১৯৩১)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions