দুটি পাইপ দ্বারা একটি ৪০০ লিটারের ট্যাংক যথাক্রমে ২ ও ৪ ঘণ্টায় ভর্তি হয়। অপর একটি পাইপ এটিকে ৮ ঘণ্টায় খালি করতে পারে। সবগুলো পাইপ একসাথে খুলে দিলে ১ ঘন্টা পর ট্যাংকটিতে কতটুকু পানি অবশিষ্ট থাকবে? 

A    ১০০লিঃ

B    ২৫০লিঃ

C    ৪০০লিঃ

D    ০লিঃ

Solution

Correct Answer: Option B

 

প্রথম পাইপ,

২ ঘণ্টায় ভরে ৪০০ লিটার

১ ঘণ্টায় ভরে ২০০ লিটার

দ্বিতীয় পাইপ,

৪ ঘণ্টায় ভরে ৪০০ লিটার

১ ঘণ্টায় ভরে ১০০ লিটার

অবশেষে,

তৃতীয় পাইপ,

৮ ঘণ্টায় খালি করে ৪০০ লিটার

১ ঘণ্টায় খালি করে ৫০ লিটার

এখন,

সবগুলো পাইপ একসাথে খুলে দিলে ১ ঘন্টা পর ট্যাংকটিতে পানি অবশিষ্ট থাকবে = (২০০ + ১০০ - ৫০) লিটার

         = (৩০০ - ৫০) লিটার    = ২৫০ লিটার

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions