শতকরা বার্ষিক যে হারে ১২০০ টাকায় ৪.৫০ বছরের সরল সুদে ২৭০ টাকা হয়, তার দ্বিগুন হারে ২৫০ টাকায় ২ বছরের সরল সুদ কত হবে?

A    ৭৪ টাকা

B    ৩২ টাকা

C    ৫০ টাকা

D    কোনটি নয়

Solution

Correct Answer: Option C

 

১২০০ টাকায় ৪.৫০ বছরের সরল সুদে ২৭০ টাকা

১০০ টাকায় ১ বছরের সরল সুদে ২৭০/(১২০০*৪.৫) টাকা

                                  বা, ০.০৫ টাকা

০.০৫% এর দ্বিগুণ = .০.১০ টাকা

আবার,

১০০ টাকায় ১ বছরের সরল সুদে ০.১০ টাকা

২৫০ টাকায় ২ বছরের সরল সুদে (০.১০*২৫০*২) টাকা

                                     বা, ৫০ টাকা

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions