আমাদের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি' -এ গানের সুর রবীন্দ্রনাথ কোন ধরনের গানের সুর থেকে নিয়েছেন?

A পালা গানের

B বাউল গানের

C ভাটিয়ালি গানের

D মুর্শিদি গানের

Solution

Correct Answer: Option B

গগন হরকরার বাউল গান 'আমি কোথায় পাব তারে ' এর সুরের অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি ' এর সুরারোপ করেন.৭ আগস্ট ,১৯০৫ সালে (১৩১২ বঙ্গাব্দ ) কলকাতার টাউন হলে বঙ্গভঙ্গের প্রতিবাদে আয়োজিত একটি সভায় গানটি প্রথম গীত হয়েছিল .৭ সেপ্টেম্বর ,১৯০৫ সালে রবীন্দ্রনাথের স্বাক্ষরে সঞ্জীবনী পত্রিকায় গানটি মুদ্রিত হয় । একই বছরে বঙ্গদরশনে পত্রিকার আশ্বিন সংখ্যাতেও গানটি প্রকাশিত হয়েছিল । পরবর্তীতে গানটি রবীন্দ্রনাথের 'গীতবিতান' গ্রন্থের স্বরবিতানের স্বদেশ পর্যায়ে অন্তর্ভুক্ত হয় .২৫ চরণ বিশিষ্ট এই গানের /কবিতার প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বাধীনতার ইশতেহারে ৩ মার্চ ,১৯৭১ সালে ঘোষণা করা হয় ।জাতীয় সংগীত পরিবেশনের বিধানুযায়ী ,কণ্ঠে গাইতে গেলে ১০ চরণ আর যন্ত্র সংগীতে বাজাতে গেলে চরণ বাজাতে হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions