প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক (০৪.১১.১৭) (98 টি প্রশ্ন )
-তড়িৎ সরবরাহ প্রতিষ্ঠান তড়িৎ সরবরাহ করে কিলোওয়াট ঘণ্টা এককে।
-এই একককে বোর্ড অফ ট্রেড ইউনিট ( B.O.T UNIT ) বা সংক্ষেপে শুধু ইউনিট বলে।
নীল ময়ূরের যৌবন সেলিনা হােসেন কর্তৃক রচিত একটি জনপ্রিয় উপন্যাস । এ উপন্যাসের পটভূমি চর্যাপদের সমসাময়িক বিষয়বলি ।
আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি - দৌলত কাজী । এছাড়া এ রাজসভার উল্লেখযােগ্য কবি হলেন আলাওল , কারেশী মাগন ঠাকুর প্রমুখ ।
- রামায়ণের অনুবাদক নয় কবীন্দ্র পরমেশ্বর ।
- তিনি মহাভারতের অনুবাদক ।
- তিনি ছাড়াও মহাভারত অনুবাদ করেন শ্রীকর নন্দী , সঞ্জয় ও বিজয় পণ্ডিত প্রমুখ ।
প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র সবুজপত্র । এটি ১৯১৪ সালে প্রকাশিত হয় । সবুজপত্র পত্রিকাকে কেন্দ্র করে । বাংলা ভাষায় চলিতরীতির প্রবর্তন ঘটে । প্রমথ চৌধুরী বিশ্বভারতী নামে অপর একটি পত্রিকাও সম্পাদনা করেন ।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম - এর লেখা উপন্যাসের সংখ্যা ৩টি । ১ . বাঁধনহারা ( ১৯২৭ ) ২ . মৃত্যুক্ষুধা ( ১৯৩০ ) ও ৩ . কুহেলিকা ( ১৯৩১ ) ।
অক্ষির অগােচর – পরােক্ষ , অক্ষির সম্মুখে — প্রত্যক্ষ এবং অক্ষির সমীপে - এর সংক্ষেপণ হলাে সমক্ষ ।

শেষের কবিতা ( ১৯২৯ ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রােমান্টিক কাব্যধর্মী উপন্যাস । ১৯২৮ সালে এ উপন্যাসটি প্রবাসী ' পত্রিকায় প্রকাশিত হয় । এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - অমিত , লাবণ্য , কেতকী , শােভনলাল ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস পথের দাবী । এটি রাজনৈতিক উপন্যাস ।
- ১৯২৬ সালে প্রকাশিত এ উপন্যাসটি সরকার কর্তৃক নিষিদ্ধ ও বাজেয়াপ্ত হয়েছিল ।

-  শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৫ সেপ্টেম্বর, ১৮৭৬ খ্রিষ্টাব্দে (বাংলা ৩১ ভাদ্র, ১২৮৩। সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান) হুগলীর দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
-  তিনি মাতৃবিয়োগের (১৮৯৫) কারণে চরম অর্থকষ্টে নিপতিত হন এবং ১৯০৩ সালে ভাগ্যান্বেষণে রেঙ্গুন (বার্মা) গমন করেন।
-  তিনি মাঝে মাঝে অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী, পরশুরাম (এটি রাজশেখর বসুরও ছদ্মনাম), শ্রীকান্ত শর্মা ও সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছদ্মনামে লিখতেন।
-  শরৎচন্দ্র ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রী লাভ করেন।
-  তিনি ১৬ জানুয়ারি, ১৯৩৮ খ্রিষ্টাব্দে (বাংলা- ২ মাঘ, ১৩৪৪) পাক নার্সিংহোমে মৃত্যুবরণ করেন।
-  শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির' এটি কুন্তলীন পুরস্কার পায় ১৯০৩ সালে।

তার উপন্যাসগুলোঃ
- বড়দিদি (১৯০৭),
- বিরাজ বৌ (১৯১৪),
- পল্লী সমাজ (১৯১৬),
- নিষ্কৃতি (১৯১৭),
- দেবদাস (১৯১৭) ,
- চরিত্র (১৯১৭),
- দত্তা (১৯১৮),
- গৃহদাহ (১৯২০),
- দেনাপাওনা (১৯২৩),
- পথের দাবী (১৯২৬),
- বিপ্রদাস (১৯৩৫),
- শেষ প্রশ্ন (১৯৩১),
- শেষের পরিচয় (১৯৩৯),
- শ্রীকান্ত [১ম -৪র্থ খণ্ড (১৯১৭-১৯১৮,১৯২৭,১৯৩৩)],
- পরিণীতা (১৯১৪),
- পণ্ডিত মশাই (১৯১৪),
- বৈকুণ্ঠের উইল (১৯১৬),
- অরক্ষণীয়া (১৯১৬),
- বামুনের মেয়ে (১৯২০),
- নববিধান (১৯২৪)।
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক সমরেশ বসুর ছদ্মনাম কালকূট । অনিলা দেবী ছদ্মনামে শরৎচন্দ চট্টোপাধ্যায় লিখতেন । শামসুর রাহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মজলুম আদিব ছদ্মনামে লিখতেন ।
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস হলাে ' আলালের ঘরের দুলাল ' । উপন্যাসটি ১৯৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার আগে 'মাসিক পত্রিকা'য় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় । বাংলা উপন্যাসের যাত্রা শুরু করেন প্যারীচাঁদ মিত্র ।

প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে পিপীলিকা, নির্নিমেষ শব্দজোড়ের বানান শুদ্ধ ।

-অপশন (ক) পিপীলিকা, নির্নিমেষ বানানগুলো শুদ্ধ । 

-আর প্রশ্নে উল্লেখিত অপশন (খ) পিপিলিকা, নির্নিমেস (গ) পিপীলিকা, নির্ণিমেষ ও (ঘ) পিপিলিকা, নির্নিমেশ বানানগুলো ভুল । 

-তাই সঠিক উত্তর (ক) ।


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ( ১৮২০ - ১৮৯১ ) রচিত মৌলিক গ্রন্থ হলাে - অতি অল্প হইল । এ গ্রন্থটি ১৮৭৩ সালে প্রকাশিত হয় ।
তার অন্যান্য মৌলিক রচনা :
- বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিয়ক প্রস্তাব
- বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিয়ক বিচার
- প্রভাবতী সম্ভাষণ
- স্বরচিত জীবনচরিত
- আবার অতি অল্প হইল
- ব্রজবিলাস
মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় ( ১৭১২ - ১৮৬০ ) । তার কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন অন্নদামঙ্গল কাব্য । বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র এ কাব্য রচনা করে রায়গুণাকর উপাধি লাভ করেন ।
-রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর ।
-এ ছদ্মনাম ব্যবহার করে তিনি তার গীতিকাব্য সংকলন ভানুসিংহ ঠাকুরের পদাবলি ’ রচনা করেন ।
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ ( ১৮৯৯ - ১৯৫৪ ) । তার রাচিত প্রথম কাব্যগ্রন্থ ' ঝরাপালক'। ঝরাপালক গ্রন্থটি ১৯২৮ সালে প্রকাশিত হয় ।
উমি শব্দের সমার্থক শব্দ হলাে - বীচি , হিল্লোল, কল্লোল , তরঙ্গ , ঢেউ , লহর ইত্যাদি ।
- বড়ু চণ্ডীদাস রচিত মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণকীর্তন।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মােট ১৩ খণ্ডে রচিত ।
- এ কাব্যের প্রধান চরিত্র - কৃষ্ণ , রাধা , বড়াই ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন ।
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন ।
বাংলাপিডিয়ার তথ্যমতে সবচেয়ে পুরাতন বাংলা মুদ্রণের নমুনা পাওয়া যায় প্যারিসে ১৬৮২ সালে । ইংরেজ কর্মকর্তা উইলকিন্স ১৭৭৮ সালে হুগলি জেলার চুঁচুড়ায় ছাপাখানা স্থাপন করেন । ১৮৪৭- ৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা বার্তাবহ যন্ত্র প্রতিষ্ঠিত হয় ।
'এজেন্ট ' শব্দটি ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে । । আইন শব্দটি ফারসি থেকে এসেছে । দাখিল শব্দটি আরবি থেকে । এসেছে এবং মুচলেকা শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলায় এসেছে ।
প্রাচীন ভারতীয় লিপি দুটি । ব্রাহ্মী ও খরােষ্ঠী । ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত । পূর্বী লিপি , মধ্য ভারতীয় লিপি এবং পশ্চিমা লিপি । পূর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব ।
কলকাতা ও শহরতলীতে রাগ - রাগিনী সংযুক্ত এক ধরনের গান হলাে টপ্পা গান । বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত ।
লেজে খেলানাে বাগধারাটির অর্থ বশীভূত করে রাখা ।

ব্যাখ্যাঃ   

              ছোট সংখ্যাটি = ১৯৯ - ১/২  = ১৯৮/২ = ৯৯ 


ব্যাখ্যাঃ   সংখ্যা তিনটি হতে পারেঃ  ১, ২ ও ৩ ; ২, ৩ ও ৪ ;  ৩, ৪ ও ৫ ; ৪, ৫ ও ৬ ; ৫, ৬ ও ৭ প্রভৃতি ।  

           কিন্তু ৪ * ৫ * ৬ = ১২০   [যা শর্তটিকে সিদ্ধ করে ] 

             সংখ্যা তিনটির সমষ্টি = ৪ + ৫ + ৬ = ১৫  


ব্যাখ্যাঃ        ধরি, খোকনের আয় ২০x 

                            "     ব্যয়  ১৫x 

                           "    সঞ্চয় (২০x - ১৫x) = ৫x 

                 মাসিক সঞ্চয়, আয়ের (৫x/২০x * ১০০)%    = ২৫% 


47 is divisible by 7, so it is not prime

51 is divisible by 13, so it is not prime

57 is divisible by 3 and 19, so it is not prime. 

 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

ব্যাখ্যাঃ       

                    সংখ্যাটি  = ৩০১+৩৮১/২  = ৬৮২/২ = ৩৪১  


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0