বাংলা ভাষার প্রথম ঔপান্যাসিক কে?
A বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B রবীন্দ্রনাথ ঠাকুর
C ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D প্যারীচাঁদ মিত্র
Solution
Correct Answer: Option D
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস হলাে ' আলালের ঘরের দুলাল ' । উপন্যাসটি ১৯৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার আগে 'মাসিক পত্রিকা'য় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় । বাংলা উপন্যাসের যাত্রা শুরু করেন প্যারীচাঁদ মিত্র ।