প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র কোনটি?
A ভারতী
B যুগান্তর
C সবুজপত্র
D সওগাত
Solution
Correct Answer: Option C
প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র সবুজপত্র । এটি ১৯১৪ সালে প্রকাশিত হয় । সবুজপত্র পত্রিকাকে কেন্দ্র করে । বাংলা ভাষায় চলিতরীতির প্রবর্তন ঘটে । প্রমথ চৌধুরী বিশ্বভারতী নামে অপর একটি পত্রিকাও সম্পাদনা করেন ।