ভানুসিংহ ঠাকুরের পদাবলী'র রচয়িতা কে?
A মাইকেল মধুসূদন দত্ত
B ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C রবীন্দ্রনাথ ঠাকুর
D বিদ্যাপতি
Solution
Correct Answer: Option C
-রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর ।
-এ ছদ্মনাম ব্যবহার করে তিনি তার গীতিকাব্য সংকলন ভানুসিংহ ঠাকুরের পদাবলি ’ রচনা করেন ।