প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর (ইলেকট্রিকাল, কম্পিউটার, সিভিল ও ইলেকট্রনিক্স) টিটিসি - ১২.০১.২০১৮ (99 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
মৌমাছিতে ফরমিক এসিড থাকে ।তেঁতুল ,আঙুরে টারটারিক এসিড থাকে ।
i
ব্যাখ্যা (Explanation):
সাধারণ তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকে ।৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি । পানির তাপমাত্রা ০ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসলে বরফে পরিণত হয় । ১০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে ।
i
ব্যাখ্যা (Explanation):
সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণ ।সাবান শিল্পে উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায় । তৈল চর্বির ক্ষারীয় বিশ্লেষণ দ্বারা সাবান উৎপাদন করা হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
এক অশ্ব ক্ষমতার সমান ৭৮৬ ওয়াট ।ক্ষমতা পরিমাপের জন্য ওয়াট হল ছোট একক এবং অশ্ব ক্ষমতা হল বড় একক । গাড়ি বা মোটরের ক্ষমতা বুঝানোর জন্য অশ্ব ক্ষমতা ব্যবহার করা হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
ভিটামিন D একমাত্র প্রানিজ উৎস থেকেই পাওয়া যায় । তবে এ ভিটামিন সূর্য কিরন থেকে অতিবেগুনী রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয় । এছাড়া ভিটামিন A ডিম , গরুর দুধ , মাখন ,ছানা ,ঘি ও বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে পাওয়া যায়।
i
ব্যাখ্যা (Explanation):
ভরের আন্তর্জাতিক একক কিলোগ্রাম । M.K.S পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। F.P.S পদ্ধতিতে ভরের একক পাউন্ড
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল । কোলের উপর স্থাপন করে কাজ করা যায় এমন ছোট কম্পিউটারকে ল্যাপটপ বলে । টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড ১১ অক্টোবর ২০১১ সালে প্রথম দোয়েল বাজারে ছাড়ে ।
i
ব্যাখ্যা (Explanation):
বৈদ্যুতিক পাখা জোরে বা ধীরে ঘোরা রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রিত হয় ।রেগুলেটরে পরিবর্তনশীল রোধ থাকে । রোধ বাড়ানো হলে পাখা ধীরে ধীরে ঘোরে। পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ এ সময় রেগুলেটরে বিদ্যুৎশক্তি তাপশক্তি হিসেবে অপচয় হয়
i
ব্যাখ্যা (Explanation):
বিশ্বজুড়ে তড়িৎ সরবাহ প্রতিষ্ঠান বিদ্যুৎ শক্তির হিসাব নিকাসেহে কিলোওয়াট -ঘণ্টা একক ব্যবহার করে ।উল্লেখ্য , তড়িৎপ্রবাহ , তড়িৎচ্চালক শক্তি এবং ক্ষমতার একক যথাক্রমে অ্যাম্পিয়ার , ভোল্ট ,ওয়াট

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ করতোয়া নদীর পশ্চিম তীরের ধূসর ও লালমাটি সমৃদ্ধ অঞ্চলকে বরেন্দ্রভুমি বলা হয়। এ বরেন্দ্রভূমি দেশের উত্তর - পশ্চিমাঞ্চলের প্রায় ৯,৩২০ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত । প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার ।এটি দ্বারা বর্তমানে রাজশাহী অঞ্চলকে বুঝায় ।
i
ব্যাখ্যা (Explanation):
ADB (Asian Development Bank) প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ এবং এটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯৬৬ সালের ১৯ ডিসেম্ভর ।এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর ম্যানিলায় অবস্থিত
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে বাংলাদেশের সরবাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হল তৈরি পোশাক .২০১৬-১৭ অর্থবছরে তৈরি পোশাকের মোট রপ্তানি আয় ১৪,৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার ,যা মোট রপ্তানির ৪১.৫৩%
i
ব্যাখ্যা (Explanation):
৬ টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানের নেপথ্য কাজ করে সুইডেন ও নরওয়ে ৪ টি প্রতিষ্ঠান । তন্মদ্ধে শুধু শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ে থেকে । বাকি ৫ টি পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে ।
i
ব্যাখ্যা (Explanation):
জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত একটি বিখ্যাত শহর । ILO ছাড়া জেনেভায় WHO ,WTO ,ITU ,WMO .WIPO প্রভৃতি সংস্থার সদর দপ্তর অবস্থিত ।
i
ব্যাখ্যা (Explanation):
জেনারেল এম এ জি ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহন করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র এলাকাকে ১১ টি সেক্টরে ভাগ করেন।
i
ব্যাখ্যা (Explanation):
চিকনগুনিয়া ভাইরাসজনিত জ্বর ,যা এডিস মশকীর কামড়ে ছড়ায় । প্রধানত Aedes aegypti ও Aedes albopictus মশকীর কামড়ের মাধ্যমে মানব শরীরে চিকনগুনিয়া রোগের সংক্রমণ ঘটে
i
ব্যাখ্যা (Explanation):
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'বায়ান্নর দিনগুলো ' তার 'অসমাপ্ত আত্মজীবনী '(২০১২ ) গ্রন্থ থেকে সংকলিত হয়েছে । তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দি থাকা অবস্থায় এ আত্মজীবনী লেখা আরম্ভ করে। এ সময় কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন মহিউদ্দিন আহমদ ।
i
ব্যাখ্যা (Explanation):
- ১৮০০ সালের ৪ মে ভারতে কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মীদের শিক্ষাদানের জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়।
- ১৮০১ সালে কলেজে বাংলা বিভাগ খোলা হলে উইলিয়াম কেরি, দুইজন পন্ডিত ও ছয়জন সহকারী শিক্ষকের সাথে যোগদান করেন।
- চন্ডীচরণ মুন্সী ছিলেন এই সহকারী শিক্ষকদের একজন।
- তার রচিত গ্রন্থের নাম "তোতা ইতিহাস"।
- ফোর্ট উইলিয়াম কলেজ ছিল ব্রিটিশ ভারতের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
- কলেজটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মীদের ভারতের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দেওয়া।
- বাংলা বিভাগ ছিল কলেজের সবচেয়ে জনপ্রিয় বিভাগগুলির মধ্যে একটি।
i
ব্যাখ্যা (Explanation):
- দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশ সমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদস্য ৮ (ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকা)।
- সংস্থাটির সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।
- সার্কের শীর্ষ সম্মেলন সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর সার্কের প্রথম শীর্ষ সম্মেলন বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এছাড়াও ১০-১১ এপ্রিল, ১৯৯৩ সালে ৭ম এবং ১২-১৩ নভেম্বর, ২০০৫ সালে ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
গ্রিসকে বলা হয় গণতন্ত্রের সুতাকার ।প্রাচীন গ্রীসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে । তবে প্রথম দিকে এথেন্সে ছিল রাজতন্ত্র । কালক্রমে পেরিক্লিস যুগে এথেন্স একটি চূড়ান্ত গন্তান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ।
i
ব্যাখ্যা (Explanation):
- কাস্পিয়ান সাগর, সুপিরিয়র হ্রদ ও ভিক্টোরিয়া হ্রদ বিশ্বের বৃহত্তম তিনটি হ্রদ।
- এদের মধ্যে কাস্পিয়ান সাগর সবচেয়ে বড় ও এর আয়তন ৩,৭০,৯৯৮ বর্গ কিলোমিটার।
- মৃত সাগর বিশ্বের নিম্নতম হ্রদ; এটি সমুদ্র তলদেশের ৪০৮ মিটার নিচে অবস্থিত।
- বৈকাল হ্রদ বিশ্বের গভীরতম মিষ্টি পানির হ্রদ; এটি সর্বোচ্চ ১৬৩৭ মিটার পর্যন্ত গভীর।
i
ব্যাখ্যা (Explanation):
বাঙালি জাতির আত্মত্যাগের ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ' হিসেবে স্বীকৃতি প্রদান করে . ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি UNESCO র ১৮৮ টি সদস্য রাষ্ট্রে দিবসটি প্রথমবারের মতো পালিত হয়।

- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- UNESCO এর প্রধানের পদবি মহাপরিচালক।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ১২টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন।
- যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে।
সর্বশেষ আপডেটেঃ ০২ অক্টোবর, ২০২৩
i
ব্যাখ্যা (Explanation):
১৯৭০ সালে দেশের দক্ষিনাঞ্চলে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম হল মনপুরা -৭০ । এছাড়া তার আঁকা কয়েকটি বিখ্যাত চিত্রকর্ম হল -সংগ্রাম , গাঁয়ের বধু , নবান্ন এবং মইটানা ।
i
ব্যাখ্যা (Explanation):
১৯২০ সালে ভারতীয় বিধান পরিষদে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অনুসারে ২৯২১ সালের ১ জুলাই ৩ টি অনুষদ ,১২ টি বিভাগ , ৬০ জন শিক্ষক , ৮৪৭ জন ছাত্রছাত্রী ও ৩ টি আবাসিক হল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ।উল্লেখ্য , ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন
i
ব্যাখ্যা (Explanation):
মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী। মারমা জনগণের অধিকাংশই বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাস করে।
- মারমাদের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।
- মারমা সমাজে আত্মীয়তার বন্ধন খুবই শক্তিশালী, এ জাতীয় সম্পর্ক বৈবাহিক এবং রক্ত সম্পর্কীয় উভয় ধরনের হয়।
- স্বামী হলো পরিবার প্রধান, তবে পরিবারে স্ত্রীর ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ।
i
ব্যাখ্যা (Explanation):
২০০০ সালের ৩৬ জুন দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা লাভ করে । ১৫ জানুয়ারি ১৯৯৯ বিসিবি কর্তৃক টেস্ট মর্যাদা লাভের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনের প্রেক্ষিতে আইসিসি বাংলাদেশকে টেস্ট মর্যাদা প্রদান করে
i
ব্যাখ্যা (Explanation):
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন তারা হলেন -রফিকউদ্দিন আহমদ ,আবুল বরকত ,আব্দুস সালাম ,শফিউর রহমান ,আব্দুল জব্বার ,আব্দুল আওয়াল এবং অহিউল্লাহ ।
i
ব্যাখ্যা (Explanation):
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্ত । এছাড়াও তিনি দেবদাস , পল্লী -সমাজ , চরিত্রহীন ,গ্রিহদাহ ,দেনা -পাওনা ইত্যাদি উপন্যাস রচনা করেন ।
i
ব্যাখ্যা (Explanation):
রতন চরিত্রটি রবীন্দ্রনাথের পোস্টমাস্টার ছোটগল্প থেকে নেওয়া হয়েছে । ভূপতি ও চারুলতা হল নষ্টনীড় ছোটগল্পের চরিত্র ।কুমুদিনী হল রবীন্দ্রনাথের 'যোগাযোগ' উপন্যাসের চরিত্র ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
'পায়েড় আওয়াজ পাওয়া যায় ' সৈয়দ শামসুল হক রচিত মুক্তিজুদ্ধভিত্তিক কাব্যনাটক । এছাড়াও তার আরও । কয়েকটি নাটক -নুরলদীনের সারাজীবন ,এখানে এখন ,ঈর্ষা
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0