সাধারণ তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকে ।৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি । পানির তাপমাত্রা ০ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসলে বরফে পরিণত হয় । ১০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে ।
সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণ ।সাবান শিল্পে উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায় । তৈল চর্বির ক্ষারীয় বিশ্লেষণ দ্বারা সাবান উৎপাদন করা হয় ।
এক অশ্ব ক্ষমতার সমান ৭৮৬ ওয়াট ।ক্ষমতা পরিমাপের জন্য ওয়াট হল ছোট একক এবং অশ্ব ক্ষমতা হল বড় একক । গাড়ি বা মোটরের ক্ষমতা বুঝানোর জন্য অশ্ব ক্ষমতা ব্যবহার করা হয় ।
ভিটামিন D একমাত্র প্রানিজ উৎস থেকেই পাওয়া যায় । তবে এ ভিটামিন সূর্য কিরন থেকে অতিবেগুনী রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয় । এছাড়া ভিটামিন A ডিম , গরুর দুধ , মাখন ,ছানা ,ঘি ও বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে পাওয়া যায়।
বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল । কোলের উপর স্থাপন করে কাজ করা যায় এমন ছোট কম্পিউটারকে ল্যাপটপ বলে । টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড ১১ অক্টোবর ২০১১ সালে প্রথম দোয়েল বাজারে ছাড়ে ।
বৈদ্যুতিক পাখা জোরে বা ধীরে ঘোরা রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রিত হয় ।রেগুলেটরে পরিবর্তনশীল রোধ থাকে । রোধ বাড়ানো হলে পাখা ধীরে ধীরে ঘোরে। পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ এ সময় রেগুলেটরে বিদ্যুৎশক্তি তাপশক্তি হিসেবে অপচয় হয়
বিশ্বজুড়ে তড়িৎ সরবাহ প্রতিষ্ঠান বিদ্যুৎ শক্তির হিসাব নিকাসেহে কিলোওয়াট -ঘণ্টা একক ব্যবহার করে ।উল্লেখ্য , তড়িৎপ্রবাহ , তড়িৎচ্চালক শক্তি এবং ক্ষমতার একক যথাক্রমে অ্যাম্পিয়ার , ভোল্ট ,ওয়াট
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
বাংলাদেশ করতোয়া নদীর পশ্চিম তীরের ধূসর ও লালমাটি সমৃদ্ধ অঞ্চলকে বরেন্দ্রভুমি বলা হয়। এ বরেন্দ্রভূমি দেশের উত্তর - পশ্চিমাঞ্চলের প্রায় ৯,৩২০ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত । প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার ।এটি দ্বারা বর্তমানে রাজশাহী অঞ্চলকে বুঝায় ।
ADB (Asian Development Bank) প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ এবং এটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯৬৬ সালের ১৯ ডিসেম্ভর ।এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর
ম্যানিলায় অবস্থিত
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে বাংলাদেশের সরবাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হল তৈরি পোশাক .২০১৬-১৭ অর্থবছরে তৈরি পোশাকের মোট রপ্তানি আয় ১৪,৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার ,যা মোট রপ্তানির ৪১.৫৩%
৬ টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানের নেপথ্য কাজ করে সুইডেন ও নরওয়ে ৪ টি প্রতিষ্ঠান । তন্মদ্ধে শুধু শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ে থেকে । বাকি ৫ টি পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে ।
জেনারেল এম এ জি ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহন করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র এলাকাকে ১১ টি সেক্টরে ভাগ করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'বায়ান্নর দিনগুলো ' তার 'অসমাপ্ত আত্মজীবনী '(২০১২ ) গ্রন্থ থেকে সংকলিত হয়েছে । তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দি থাকা অবস্থায় এ আত্মজীবনী লেখা আরম্ভ করে। এ সময় কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন মহিউদ্দিন আহমদ ।
- ১৮০০ সালের ৪ মে ভারতে কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মীদের শিক্ষাদানের জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। - ১৮০১ সালে কলেজে বাংলা বিভাগ খোলা হলে উইলিয়াম কেরি, দুইজন পন্ডিত ও ছয়জন সহকারী শিক্ষকের সাথে যোগদান করেন। - চন্ডীচরণ মুন্সী ছিলেন এই সহকারী শিক্ষকদের একজন। - তার রচিত গ্রন্থের নাম "তোতা ইতিহাস"। - ফোর্ট উইলিয়াম কলেজ ছিল ব্রিটিশ ভারতের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। - কলেজটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মীদের ভারতের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দেওয়া। - বাংলা বিভাগ ছিল কলেজের সবচেয়ে জনপ্রিয় বিভাগগুলির মধ্যে একটি।
- দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশ সমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠিত হয়। - এর বর্তমান সদস্য ৮ (ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকা)। - সংস্থাটির সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। - সার্কের শীর্ষ সম্মেলন সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। - ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর সার্কের প্রথম শীর্ষ সম্মেলন বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হয়। - এছাড়াও ১০-১১ এপ্রিল, ১৯৯৩ সালে ৭ম এবং ১২-১৩ নভেম্বর, ২০০৫ সালে ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
গ্রিসকে বলা হয় গণতন্ত্রের সুতাকার ।প্রাচীন গ্রীসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে । তবে প্রথম দিকে এথেন্সে ছিল রাজতন্ত্র । কালক্রমে পেরিক্লিস যুগে এথেন্স একটি চূড়ান্ত গন্তান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ।
- কাস্পিয়ান সাগর, সুপিরিয়র হ্রদ ও ভিক্টোরিয়া হ্রদ বিশ্বের বৃহত্তম তিনটি হ্রদ। - এদের মধ্যে কাস্পিয়ান সাগর সবচেয়ে বড় ও এর আয়তন ৩,৭০,৯৯৮ বর্গ কিলোমিটার। - মৃত সাগর বিশ্বের নিম্নতম হ্রদ; এটি সমুদ্র তলদেশের ৪০৮ মিটার নিচে অবস্থিত। - বৈকাল হ্রদ বিশ্বের গভীরতম মিষ্টি পানির হ্রদ; এটি সর্বোচ্চ ১৬৩৭ মিটার পর্যন্ত গভীর।
বাঙালি জাতির আত্মত্যাগের ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ' হিসেবে স্বীকৃতি প্রদান করে . ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি UNESCO র ১৮৮ টি সদস্য রাষ্ট্রে দিবসটি প্রথমবারের মতো পালিত হয়।
- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। - ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর। - ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। - UNESCO এর প্রধানের পদবি মহাপরিচালক। - ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ১২টি। - বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। - ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন। - যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে। সর্বশেষ আপডেটেঃ ০২ অক্টোবর, ২০২৩
১৯৭০ সালে দেশের দক্ষিনাঞ্চলে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম হল মনপুরা -৭০ । এছাড়া তার আঁকা কয়েকটি বিখ্যাত চিত্রকর্ম হল -সংগ্রাম , গাঁয়ের বধু , নবান্ন এবং মইটানা ।
১৯২০ সালে ভারতীয় বিধান পরিষদে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অনুসারে ২৯২১ সালের ১ জুলাই ৩ টি অনুষদ ,১২ টি বিভাগ , ৬০ জন শিক্ষক , ৮৪৭ জন ছাত্রছাত্রী ও ৩ টি আবাসিক হল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ।উল্লেখ্য , ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন
মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী। মারমা জনগণের অধিকাংশই বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাস করে। - মারমাদের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। - মারমা সমাজে আত্মীয়তার বন্ধন খুবই শক্তিশালী, এ জাতীয় সম্পর্ক বৈবাহিক এবং রক্ত সম্পর্কীয় উভয় ধরনের হয়। - স্বামী হলো পরিবার প্রধান, তবে পরিবারে স্ত্রীর ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ।
২০০০ সালের ৩৬ জুন দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা লাভ করে । ১৫ জানুয়ারি ১৯৯৯ বিসিবি কর্তৃক টেস্ট মর্যাদা লাভের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনের প্রেক্ষিতে আইসিসি বাংলাদেশকে টেস্ট মর্যাদা প্রদান করে
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন তারা হলেন -রফিকউদ্দিন আহমদ ,আবুল বরকত ,আব্দুস সালাম ,শফিউর রহমান ,আব্দুল জব্বার ,আব্দুল আওয়াল এবং অহিউল্লাহ ।
রতন চরিত্রটি রবীন্দ্রনাথের পোস্টমাস্টার ছোটগল্প থেকে নেওয়া হয়েছে । ভূপতি ও চারুলতা হল নষ্টনীড় ছোটগল্পের চরিত্র ।কুমুদিনী হল রবীন্দ্রনাথের 'যোগাযোগ' উপন্যাসের চরিত্র ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।