- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। - যেমন: বাবাকে বড্ড ভয় পাই। - প্রদত্ত বাক্যটিতে বাবাকে ভয় পাওয়ার বিষয়টি উপস্থাপিত হয়েছে। - সুতরাং, 'বাবা' অপাদান কারক এবং শব্দটির সাথে দ্বিতীয়া বিভক্তি (বাবা+কে) যুক্ত হওয়ায় এটি অপাদানে দ্বিতীয়া বিভক্তি।
- ক্যালসিয়াম ও ফসফরাস দেহের অস্থি ও দাঁত গঠনে ভূমিকা রাখে। - এছাড়াও দেহের অম্ল-ক্ষার সমতা রক্ষায় সাহায্য করে। - ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধতে এবং ফসফরাস, শর্করা ও স্নেহ জাতীয় খাদ্য উপাদান বিপাকে সাহায্য করে। - তবে এদের কার্যসম্পাদনের জন্য ভিটামিন ডি এর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- প্রোটিন হলো একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা শরীরের গঠন, বৃদ্ধি এবং কোষ মেরামতের জন্য প্রয়োজনীয়।
এখন আমরা প্রতিটি অপশন বিশ্লেষণ করি— (A) Rice (চাল) - চাল মূলত কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাদ্য। এতে কিছুটা প্রোটিন থাকে, তবে তা উচ্চমাত্রার নয়।
(B) Beef (গরুর মাংস) - গরুর মাংস একটি উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাদ্য। প্রতি ১০০ গ্রাম গরুর মাংসে প্রায় ২৬ গ্রাম প্রোটিন থাকে, যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
(C) Lentils (ডাল) - ডালও উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার। ১০০ গ্রাম ডালে প্রায় ২৫ গ্রাম প্রোটিন থাকে, যা নিরামিষভোজীদের জন্য ভালো প্রোটিনের উৎস।
(D) Flour (ময়দা/আটা) - ময়দা বা আটা মূলত কার্বোহাইড্রেট সরবরাহ করে, এতে কিছুটা প্রোটিন থাকলেও তা উচ্চমাত্রার নয়।
সঠিক উত্তর: - বিকল্প (B) Beef এবং (C) Lentils উভয়ই উচ্চ প্রোটিনসমৃদ্ধ, তবে প্রাণিজ প্রোটিন বেশি সহজে শরীর গ্রহণ করতে পারে। তাই সঠিক উত্তর: Beef ।
- বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ g এর ওপর নির্ভরশীল কেননা বস্তুর ভর m তার মৌলিক ধর্ম। - তাহলে কোন কারণে অভিকর্ষজ ত্বরণ পরিবর্তিত হলে বস্তুর ওজনেও পরিবর্তন আসবে। - বিষুবীয় অঞ্চল বরাবর পৃথিবীর ব্যসার্ধ সর্বাধিক বলে g এর মান সবচেয়ে কম। - এ অঞ্চল থেকে যতই মেরু অঞ্চলের দিকে যাওয়া হবে পৃথিবীর ব্যাসার্ধ তত কমতে থাকে তথা g এর মান বাড়ে। - এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে। - আবার মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় g এর মান এ অঞ্চলে সর্বাধিক ফলে এখানে বস্তুর ওজনও সবচেয়ে বেশি হয়।
- প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলোর মধ্যে মিথেন ৮০- ৯০%, ইথেন ১৩%, প্রোপেন ৩%।
- এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনে কিছু পরিমাণ মিথেন থাকে। - বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫- ৯৯% । - মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কারণ এটি পোড়ালে কার্বন ডাই-অক্সাইড, জলীয় বাষ্প ও তাপশক্তি উৎপন্ন হয়।
- ভিটামিন বা খাদ্যপ্রাণ একশ্রেণির জৈব যৌগ, যা বিভিন্ন খাদ্যে স্বল্প মাত্রায় থাকে এবং জীবের পুষ্টি সাধনে, বিকাশে ও প্রজননে অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করে। - ভিটামিন ছয় প্রকার। - যথা: A, B, C, D, E, K। - এদের মধ্যে ভিটামিন (A, D, E, K) স্নেহজাতীয় পদার্থে দ্রাবণীয়, এবং ভিটামিন (B, C) পানিতে দ্রাবণীয়। - ভিটামিন C-এর অপর নাম অ্যাসকরবিক অ্যাসিড, এবং শুকনো ফল, বীজ, টিনজাত খাদ্য ও ডিমে ভিটামিন C থাকে না। - এর অভাবে সহজে সর্দি-কাশি হয় এবং স্কার্ভি রোগ হতে পারে। - টাটকা শাকসবজি ও ফলে ভিটামিন C পাওয়া যায়।
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। - যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবুও, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। - যেমন: যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে।
• কবি জীবনানন্দ দাশ তার কবিতায় ব্যক্তিমানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র মন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ন্য সন্ধানে এক অতুলনীয় কবি ভাষা সৃষ্টি করেছেন । • এজন্য তাকে বদ্ধদেব বসু আখ্যায়িত করেছেন 'নির্জনতম কবি' বলে । • তার কবিতায় তিনি সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন । • বিশেষ করে গ্রামবাংলার নিসর্গের যে ছবি তিনি একেছেন, সে নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্যসাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে । • এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর 'চিত্ররূপময়' বলে আখ্যায়িত করেছেন ।
- একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায়, তাই পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। - যেমন: সপ্ত (সাত) + অহ (দিনক্ষণ) = সপ্তাহ (সাত দিনের সমষ্টি)। - এখানে দিন একটি একক; সাতটি দিন বা সাতটি একক মিলে হয়েছে সপ্তাহ।
- অঙ্কবাচক শব্দগুলোকে কথায় লিখলে তাকে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা বলে। - যেমন: এক, দুই, তিন।
আবার, - পূর্ণসংখ্যার ন্যূনতা বা আধিক্য বাচক ‘সংখ্যা শব্দ' (ভগ্নসংখ্যাবাচক শব্দ) হলো গণনাবাচক শব্দ । - যেমন: চৌথা / সিকি / পোয়া, তেহাই, অর্ধ / আধা ।
- মুখের কথাকে লিখিত রূপ দেয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে যতিচিহ্ন বা বিরামচিহ্ন বলে। - বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়। হাইফেনকে পদ সংযোগও বলা হয়। - যেমন: এ আমাদের শ্রদ্ধা-অভিনন্দন, আমাদের প্রীতি-উপহার। মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড়ো গৌরব।
- এই বাক্যে "কেউই জানেনা, সে কোথায় গেছে" কমার ব্যবহার অসংগত। - এখানে কমার প্রয়োজন নেই, কারণ এটি একটি সরল বাক্য। - সঠিক বাক্য হবে: "কেউই জানেনা সে কোথায় গেছে।"
• বাংলা ব্যাকারণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি , যথা--ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, রুপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম ও অর্থতত্ত্ব। • রূপতত্ত্বের আলোচ্য বিষয়--ক্রিয়ার কাল, কারক, লিঙ্গ, উপসর্গ, প্রত্যয়, সমাস, বচন ইত্যাদি। • ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়--ণত্ব ও যত্ব বিধান, সন্ধি, ধ্বনি পরিবর্তন ইত্যাদি। • বাক্যতত্ত্বের আলোচ্য বিষ্য--বাক্যর গঠন প্রণালী, বীড়াম বা জটী চিহ্ন, বাগধারা ইত্যাদি।
- ৫ নভেম্বর, ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। - নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হন এবং তার ইলোকটোরাল ভোটের সংখ্যা ৩১২টি। - অন্যদিকে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ২২৬টি ইলেকটোরাল ভোট পান। - ডোনাল্ড ট্রাম্প পপুলার ভোট ৭৬,৮৫১,৯১০টি (৫০ শতাংশ) এবং কমলা হ্যারিস ৭৪,৩৪৮,৭১৯টি (৪৮.৪ শতাংশ) ভোট পেয়েছেন।
- ২০২৪ সালের ১৭-৩০ অক্টোবর সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৭ম আসর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। - এতে ৭টি দল অংশগ্রহণ করে। - ৩০ অক্টোবর, ২০২৪ ফাইনালে ২-১ ব্যবধানে নেপালকে হারিয়ে বাংলাদেশ শিরোপা জয়লাভ করে। - এটা বাংলাদেশের সাফ মহিলা চ্যাম্পিয়ন শিপের দ্বিতীয় শিরোপা জয় (প্রথম ২০২২ সালে)। - এ আসরে সেরা খেলোয়াড় হন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা এবং সেরা গোলরক্ষক হন রূপনা চাকমা।
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের তালিকাভুক্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। - ১১ সেপ্টেম্বর, ২০১৯ সালে বাংলাদেশের ৫৯তম ব্যাংক এর যাত্রা শুরু হয়। - বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এই ব্যাংকটি পরিচালনা করে। - এটির প্রধান কার্যালয় পুলিশ প্লাজা কনকর্ড গুলশান ১, ঢাকায় অবস্থিত।
- অরবিস ইন্টারন্যাশনাল একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল। - এটি একট অলাভজনক এবং বেসরকারি সংস্থা যা পৃথিবীব্যাপী চোখের আলো রক্ষার জন্য নিবেদিত। - ১৯৮২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। - আলবার্ট উহয়েল্টশি, থমাস নাইট, বেটশি দে ভেসি ও ডেভিড প্যাটন হলেন এটির প্রতিষ্ঠাতা। - এর সদর দপ্তর নিউইয়ক, যুক্তরাষ্ট্র।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ ডিসেম্বর ২০১৯ সালে শুরু হয়েছিল। - ৭ অক্টোবর ২০২৩ সালে টার্মিনালটি আংশিকভাবে উদ্বোধন করা হয়েছিল। - তৃতীয় টার্মিনাল ভবনের স্থপতি সিঙ্গাপুরের Rohani Baharin
- বাংলাদেশে বর্তমান আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা ৩ টি । যথা -হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ,শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ।
- আর দেশে বর্তমানে অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা ৫ টি ।যথা -রাজশাহী ,যশোর , সৈয়দপুর (নীলফামারী),বরিশাল,কক্সবাজার ।
উল্লেখ্য আন্তর্জাতিক ৩ টি সহ অভ্যন্তরীণ বিমানবন্দর ৮ টি ।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।